ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

ম্যান্ডেলা পদক লাভ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ ফেব্রুয়ারি ॥ নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক পেলেন মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু। বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদে তাকে প্রাণঢালা অভিনন্দন জানান স্থানীয় লোকজন। সমাজসেবায় বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা গবেষণা পরিষদ তাকে এ সম্মাননায় ভূষিত করে। মঙ্গলবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা গবেষণা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবক হিসেবে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু এই পদক লাভ করেন। একই অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব অনামিকা ইসলাম বৃষ্টির স্বাক্ষরিত একটি সনদপত্রও তাকে প্রদান করা হয়। স মিলে আগুন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় ফার্নিচার মার্কেট ও স মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৪টি ফার্নিচার দোকান ও ২টি স মিল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকা-ে অর্ধকোটি টাকা ক্ষতি দাবি করেছে ক্ষতিগ্রস্ত মালিকরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৬টায়। অগ্নিকা-ে ক্ষতিগস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- আলামিনের শৌখিন ফার্নিচার, ফয়সালের মোহাম্মদিয়া ফার্নিচার, মিলনের মুন্সীগঞ্জ ফার্নিচার, আলমগীরের দেওয়ান ফার্নিচার এবং শাহ আলম ও বাতেন মোল্লার দুটি স মিল। চোলাই মদ উদ্ধার সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৪ ফেব্রুয়ারি ॥ রায়পুরে মদ তৈরির ৫টি কারখানা থেকে মাটি খুঁড়ে ১০ হাজার লিটার ছোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পদিবার দুপুরে বিশেষ অভিযান পৌর শহরের মুচির হাটা এলাকা মাটির তৈরি ৮টি মোটকায় থেকে এ মদ উদ্ধার করা হয়। এ সময় চন্দন মুচি ও সুরুন্দর মুচি নামের দু’জনকে আটক করে পুলিশ। পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার প্রতিটি মাটির ঘরে বিশেষ অভিচান চালানো হয়। পরে কয়েকটি ঘরের ভিতরে মাটি খুঁড়ে ৮টি বড় মাটির তৈরি মোটকায় ১০ হাজার লিটার ছোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ। তৈরি ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে চন্দন মুচি ও সুরুন্দর মুচি নামের দু’জনকে আটক করা হয়। কারেন্ট জাল জব্দ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ ফেব্রুয়ারি ॥ কালাইয়া বন্দরে যমুনা সুতা ঘরের একটি গোডাউনে র‌্যাব-৮ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সারে ৬ লাখ টাকা মূল্যের সোয়া ১ লাখ মিটার কারেন্ট জাল ও দেড় টন পলিথিন আটক করেছে। এ সময় ওই সুতা ঘরের মালিক রিয়াজের ছোট ভাই শাকুর আহমেদকে গ্রেফতার করা হয়। পরে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেফতারকৃত শাকুর আহমেদকে ৬ হাজার টাকা অর্থদ- করে ছেড়ে দেন। আটককৃত জাল ও পলিথিন পুড়িয়ে ফেলা হয়। মানববন্ধন ও সমাবেশ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ ফেব্রয়ারি ॥ প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরা জেলাকে অন্তর্ভুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরায় মানববন্ধন ও সামবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনের সড়কে সম্মিলিত সামাজিক আন্দোলন, জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন একেএম আমজাদ হোসেন, মাহবুবুল আকবর কল্লোল, আবুল কালাম আজাদ, বাশারুল হায়দার বাচ্চু , বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়ার চরে শীতার্ত দুস্থদের মধ্যে বৃহস্পতিবার কম্বল বিতরণ করা হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। পুলিশ সুপারসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের নিজস্ব আর্থিক সহায়তায় চরাঞ্চলের মানুষদের মধ্যে ২শ’ ২৫টি কম্বল বিতরণ করা হয়। হাতিয়ায় অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ৪ ফেব্রুয়ারি ॥ হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের বুধবার রাতে এক অগ্নিকা-ে ৩০টি দোকান ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল মুদি, স্টেশনারি, চা-দোকান, কাপড় দোকান, কম্পিউটার দোকান, সেলুন ওষুধের লেপের টিনের, রড সিমেন্টের দোকান।
×