ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিলা ফুটবলে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬

মহিলা ফুটবলে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

রুমেল খান ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুয়াহাটিতে উদ্বোধন করবেন ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস’ খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের দ্বাদশ আসর। গেমসের সামপ্তি ঘটবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এসএ গেমসে আজ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেপালের। শিলংয়ের জেএলএন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। ২০১০ এসএ গেমস ফুটবলে নেপালের কাছে ০-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলে ছয় বছর আগে হারের বদলা নেয়া হবে বাংলাদেশ মহিলা দলের। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন যাওয়ার আগে বলে যান ঠা-া আবহাওয়া বা নতুন সময়সূচী নিয়ে তারা চিন্তিত নন। নিজেদের সেরাটা খেলতে পারলে এসএ গেমসে ভাল করবে তার দল। ২০১০ সালে প্রথমবার অংশ নিয়েই এসএ গেমসে তাম্রপদক জিতেছিল বাংলাদেশ মহিলা ফুটবল দল। বাংলাদেশের এবারের লক্ষ্য আগের চেয়ে আরও ভাল ফল করা। ২০১০ ঢাকা এসএ গেমসে বাংলাদেশ ১৮ স্বর্ণ, ২৪ রৌপ্য ও ৫৫ তাম্রপদক পেয়েছিল। কিন্তু ছয় বছর পরে গেমস দেশের বাইরে হওয়ায় কেউই জোর গলায় স্বর্ণের প্রতিশ্রুতি দিতে পারছেন না। গেমসে অংশ নিতে গত দুই দিনে ভারতে গেছে বাংলাদেশের ক্রীড়াবিদদের একাংশ। বুধবার যায় কুস্তি, উশু, ভলিবল, মহিলা ফুটবল, আরচারি, সাইক্লিং, খো খো, সাঁতার ও স্কোয়াশ দল। বৃহস্পতিবার যায় ব্যাডমিন্টন, টেনিস, টিটি, এ্যাথলেটিক্স, হকি ও পুরুষ ফুটবল দল। সর্বশেষ ৮ ফেব্রুয়ারি যাবে বাস্কেটবল, বক্সিং, হ্যান্ডবল, জুডো, কারাতে, শূটিং ও তায়কোয়ান্দো দল। গতবার বাংলাদেশের ১৮ স্বর্ণপদকের মধ্যে কারাতে ডিসিপ্লিনে চারটি, গলফে দুটি ও ক্রিকেটে একটিসহ মোট ৭ স্বর্ণপদক এসেছিল। এবারের আসরে ওই ইভেন্টগুলো না থাকায় পদক সম্ভাবনার দিক থেকে এমনিতেই অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এসএ গেমসকে সামনে রেখে গত বছরের আগস্ট থেকে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে বিভিন্ন ফেডারেশন তাদের প্রস্তুতিপর্ব শুরু করে। এবারের আসরে ২২ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ প্রতিযোগিতায় বাংলাদেশের ২২৩ পুরুষ এবং ১৪৭ মহিলা খেলোয়াড়, ৬০ কোচ, ৩৯ ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাসহ মোট ৪৬৯ সদস্যের দল অংশগ্রহণ করবে। গৌহাটিতে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন ভারোত্তোলক ১১তম এসএ গেমসে স্বর্ণপদক বিজয়ী হামিদুল ইসলাম। ৬ ফেব্রুয়ারি শিলংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করবেন বক্সার আব্দুর রহিম, যিনি বিগত ১১তম এসএ গেমসে স্বর্ণপদক অর্জন করেছিলেন। এখন দেখার বিষয়, দীর্ঘ ছয় বছর পর আবারও আলোর মুখ দেখা এসএ গেমসে কেমন ফল করে বাংলাদেশ।
×