ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল, কোটি টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:১৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল, কোটি টাকা জরিমানা

জনকণ্ঠ ডেস্ক ॥ ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খবর বিডিনিউজ ও বাংলানিউজের। চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলার মধ্যে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকসহ অন্য কোন ইলেক্ট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। এছাড়া অন্য কোনভাবে প্রশ্নপত্র ফাঁসের যে কোন ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করার কথাও জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ফেসবুকে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ালে তা গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানানো যাবে, এজন্য ডিসি, ডিবিকে (০১৭১১৬০৫১৪৪) অভিযোগ করা যাবে।
×