ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাত বছর ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক চমৎকার ॥ শাহরিয়ার

প্রকাশিত: ০৮:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

সাত বছর ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক চমৎকার ॥ শাহরিয়ার

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ দুই দেশেরই রাজনৈতিক অঙ্গীকার। গত সাত বছর ধরে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ছে। বৃহস্পতিবার ভারতের জয়পুরে একটি আন্তর্জাতিক সম্মেলনে এক বিশেষ বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন। রাজস্থান সরকার ও ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। বুধবার জয়পুরে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা বক্তব্য রাখেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্মেলনের শেষ দিনে একটি বিশেষ বক্তৃতা দেন।
×