ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানযট

প্রকাশিত: ১৮:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানযট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তিন কিলোমিটার দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে ৯টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মেঘনা ব্রীজে ঢাকাগামী মালভার্তি একটি ট্রাক বিকল হয়ে গেলে এ যানযটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার এনে ট্রাকটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৯ টায় মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। এসব তথ্য দিয়ে ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই মো কামরুজ্জামান জানান, মহাসড়কে এখন যান চলছে। শুক্রবার এমনেই গাড়ির চাপ বেশী থাকে। এর মধ্যে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে চাপের সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই গাড়ির চাপ স্বাভাবিক হয়ে আসবে।
×