ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার সহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১:০৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬

নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার সহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা,নরসিংদী ॥ নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরাজিত কাউন্সিলর প্রার্থী মো. ওবায়দুর রহমান। গত ১২ই জানুয়ারী ২য় পর্যায়ে মাধবদী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ কালে ব্যাপক অনিয়মের অভিযোগে এনে এ মামলা দায়ের করেন। একই সাথে বাদী ওই ওয়ার্ডে পুনঃভোট গননার দাবী জানান। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী ট্রাইব্যুনাল ও প্রথম যুগ্ম-জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। ট্রাইব্যুনাল আগামী ১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এদিকে বিকেলে সিইসির বিরুদ্ধে মামলা হলেও রাত ১০ টার পর বিষয়টি জানাজানি হয়। মামলায় আসামী করা হয় প্রধান নির্বাচন কশিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম, নরসিংদী সদর নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রিসাইডিং কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বিজয়ী কাউন্সিলর মো. শেখ ফরিদ ও অন্য পরাজিত প্রার্থী মো. ইসমাইল হোসেনকে।
×