ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে ওস্তাদ ইয়াসিন খান

প্রকাশিত: ২১:০৯, ৫ ফেব্রুয়ারি ২০১৬

না ফেরার দেশে ওস্তাদ ইয়াসিন খান

স্টাফ রিপোর্টার ॥ ধ্রুপদী সঙ্গীত সাধক ওস্তাদ ইয়াসিন খান আর নেই। বৃহস্পতিবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ওস্তাদ ইয়াসিন খানের মেয়ে বিন্দিয়া খান বলেন, বৃহস্পতিবার রাতে মালিবাগ বাগানবাড়ির নিজ বাসায় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, তবে উনার চিকিৎসা অনেক পরে হয়েছে। ওস্তাদ গুল মোহাম্মদ খানের ছোট ছেলে ওস্তাদ ইয়াসিন খান বাংলাদেশের উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম পথিকৃৎ। ওস্তাদ ইয়াসিন খান ১৯৩৭ সালে পুরান ঢাকার শ্যামবাজারে জন্মগ্রহণ করেন। ৭ বছর বয়সে পিতা ওস্তাদ গুল মোহাম্মদ খানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শুরু। ১৪ বছর বয়সে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে সঙ্গীত পরিবেশন শুরু করেন। ধ্রুপদী ধারায় বিশেষ অবদানের জন্য শিল্পকলা একাডেমি গুণীজন সংবর্ধনা, ওস্তাদ আলাউদ্দীন খাঁ সঙ্গীতাঙ্গন থেকে স্বর্ণপদক সহ বিভিন্ন পুরস্কার পান তিনি। সম্প্রতি চ্যানেল আই খেয়াল উৎসবে আজীবন সম্মাননা দেয়া হয় উপমহাদেশের বরেণ্য এ সঙ্গীত সাধককে। বাংলাদেশে উচ্চাঙ্গ সঙ্গীতের ‘ভাগর ঘারানার’ একমাত্র প্রতিনিধিও ছিলেন তিনি। বাংলা খেয়ালের প্রসারে তার চর্চাধারা অনুসরণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। পারিবারিকসূত্রে জানাযায়, বাদ জুম্মা বাগানবাড়ি জামে মসজিদে নামাজে জানাযা শেষে বনানী করবস্থানে তার পিতার কবরে দাফন করা হয় সুর-সাধক ওস্তাদ ইয়াসিন খানকে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ দেশের বিশিষ্ঠজনেরা।
×