ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবি ফজল শাহাবুদ্দীন কবিতা পুরষ্কার পেলেন হায়াৎ সাইফ ও হাবিবুল্লাহ সিরাজী

প্রকাশিত: ২১:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬

কবি ফজল শাহাবুদ্দীন কবিতা পুরষ্কার পেলেন হায়াৎ সাইফ ও হাবিবুল্লাহ সিরাজী

স্টাফ রিপোর্টার ॥ বাংলা কবিতায় অনবদ্য অবদানের জন্য ‘কবি ফজল শাহাবুদ্দীন কবিতা পুরস্কার ২০১৫’ পেলেন ষাটের দশকের কবি হায়াৎ সাইফ এবং ২০১৬ সালের জন্য এই পুরস্কারের জন্য ষাটের দশকের অন্যতম কবি হাবিবুল্লাহ সিরাজীর নাম ঘোষিত হয়। কবি ফজল শাহাবুদ্দীনের জন্মদিনে বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাইওয়ানের কবি ড. লী কই-শিন, কবিপতœী আজমিরী শাহাবুদ্দীন ও কবি আমিনুর রহমান এই পুরস্কার প্রদান করেন। পুরস্কারের মূল্যমান পঁচিশ হাজার টাকা, স্বর্ণপদক, ক্রেষ্ট এবং সার্টিফিকেট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইডেনের কবি বেনট্ বার্গ, সেøাভাকিয়ার মিলান রিচার, মরোক্কোর ড. বেনাইসা বোমালা, তাইয়ানের ৬ জন কবি, সাহিত্যিক কবি মাহবুব তালুকদার, বীর প্রতীক হাবিবুল আলম, কবি হাবিবুল্লাহ সিরাজী, আর্কিটেক্ট সামশূল ওয়ারেস, জাহিদুল হক, জাহাঙ্গীর ফিরোজসহ আরো অনেকে। অনুষ্ঠানে একক কবিতা পাঠ ও প্রকাশিত হয় কবিকন্ঠ পত্রিকা যা প্রথম প্রকাশিত হয় ১৯৫৬ সালে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবিকন্ঠ পত্রিকার সম্পাদক আমিনুর রহমান।
×