ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে স্বামী বিবেকানন্দের ১৫৪ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০১:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে স্বামী বিবেকানন্দের ১৫৪ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নানা আয়োজনে মুন্সীগঞ্জে স্বামী বিবেকানন্দের ১৫৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে স্বামী বিবেকানন্দের বাণী ও বিশ্বসম্প্রীতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই আলোচনায় অংশ নেন রামকৃষ মঠ ও রামকৃষ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। বিবেকানন্দ সেবা ও সংস্কৃতি কেন্দ্রের সভাপতি শ্রী মনিময় ঘোষালের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, বিবেকানন্দ সেবা ও সংস্কৃতি কেন্দ্রের ট্রাষ্টি কমিটির সভাপতি ও সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, অধ্যাপক কল্যাণময় সরকার, শ্রী প্রদীপ কুমার আচার্য্য, মো ইদ্রিস আলী খান, শ্রী মোহিত প্রধান। পরে ১০৫ বয়সী শ্রী যতীন্দ্র নাথ ভট্টাচার্যকে সম্মাননা প্রদান করা ছাড়াও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর আগে সকালে স্বামীজীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিনভর পবিত্র বেদ ও শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ, সঙ্গীত, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, নৃত্য, সংগীত, প্রসাদ বিতরণ সহ চলে নানা আয়োজন। বিবেকানন্দ সেবা ও সংস্কৃতি কেন্দ্র দিনব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজন করেন।
×