ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাথর বেচে আয়

প্রকাশিত: ০৪:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

পাথর বেচে আয়

‘ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল... গড়ে তোলে মহাদেশ সাগর অতল’ নদীর তীরে অবহেলায় পড়ে থাকা পাথর কুড়িয়ে বিক্রি করে থাকে মুন্না ও পান্না দুই ভাই। লেখাপড়ার অবসরে তারা এ কাজ করে থাকে। এভাবে তাদের পরিবারে আসছে কিছু বাড়তি আয়। গাবতলী তুরাগ নদের পাড় থেকে সম্প্রতি ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×