ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে সেই ডাকাত আফজাল গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

অবশেষে সেই ডাকাত আফজাল  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৫ ফেব্রুয়ারি ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রামসহ আশপাশ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি, ভূমিদস্যুতা ও আওয়ামী লীগ নেতা ইউপি সদস্যকে মেরে হাত-পা গুঁড়িয়ে দেয়া মামলায় পলাতক গ্যাংলিডার আফজাল হোসেনকে অবশেষে থানা পুলিশ গ্রেফতার করেছে। আফজাল ডাকাত গ্রেফতারের খবরে এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃত আফজাল উপজেলার বশীকোড়া গ্রামের আতব আলী সরদারের ছেলে। জানা গেছে, ওই আফজাল হোসেন একটি সন্ত্রাসী দল গঠন করে এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়সহ নিরীহ মানুষদের বৈধ জমি দখল, চাঁদাবাজি, মারপিঠ, ডাকাতি ও বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। সরকারী কর্মচারী আবদুল জোব্বার হত্যা মামলায় সে যাবত জীবন সাজাপ্রাপ্ত হিসেবে ১০-১২ বছর জেল খেটে ছাড়া পাওয়ার পর থেকে তার তৈরি বাহিনী নিয়ে এলাকায় ওই সব অপরাধ কর্মকা- করে আসছে। সবশেষ দেড় মাস পূর্বে কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার ও মৎস্য ব্যবসায়ী বশীকোড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা বুলবুল আহম্মেদ বুলুকে প্রকাশ্যে রাস্তায় তার মোটরসাইকেলের গতিরোধ করে হাত ও দুই পা গুঁড়িয়ে দেয়।
×