ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত-নামিবিয়া কোয়ার্টার ফাইনাল আজ

প্রকাশিত: ০৫:৩০, ৬ ফেব্রুয়ারি ২০১৬

ভারত-নামিবিয়া কোয়ার্টার ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার লীগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ম্যাচটিতে নামিবিয়ার বিপক্ষে খেলবে তিনবারের যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। ম্যাচটি সকাল নয়টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে। এ ম্যাচটিতে যে দল জিতবে তারাই সুপার লীগের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে ফেবারিট ভারত। যারা গ্রুপ পর্বের সেরা দল ছিল। ‘ডি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। আর নামিবিয়া ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়। দলটি স্কটল্যান্ডকে হারানোর সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে রানার্সআপ হয়। তাই ভারতের বিপক্ষে খেলতে হচ্ছে নামিবিয়াকে। তবে দলটি যেহেতু দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তাই দুর্বল একেবারেই ভাবা যাবে না। যদিও বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নামিবিয়া। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলবে নামিবিয়া। যুব বিশ্বকাপে সবসময়ই ফেবারিট দল ভারত। সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার মতো দাপট দেখায়। ২০০০, ২০০৮ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার যখন চতুর্থ শিরোপা জয়ের আশায় খেলছে ভারত, কোয়ার্টার ফাইনালে পেয়েছে নামিবিয়াকে। জিতলেই উঠে যাবে সেমিফাইনালে। সেই আশা করাও হচ্ছে। তবে কোয়ার্টার ফাইনালের দল নামিবিয়া হলেও সাবধানী পথই অনুসরণ করতে চায় ভারত। ভারতের অধিনায়ক ইসান কিসান যেমন বলেছেন, ‘আমরা নামিবিয়ার খেলা দেখিনি। কিন্তু বোঝা যায় ভাল দল। ভাল দল না হলে এতদূর আসতে পারত না। আমাদের লক্ষ্য থাকবে যে রকম খেলছি সে রকম খেলা। আমাদের পরিকল্পনাগুলো ঠিকমতো বাস্তবায়ন করা।’ ভারত যেখানে শক্তিশালী দল সেখানে নামিবিয়ার অভিজ্ঞতাতেই আছে ঘাটতি। এতদূর খেলাই তাদের জন্য বিস্ময় বলা চলে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। তবে বাংলাদেশের কাছে যে ৬৫ রানেই অলআউট হয়ে গেছে, সেটিতেই নামিবিয়ার দুর্বলতা ধরা পড়ছে। এরপরও ছাড় দেয়ার পাত্র নন নামিবিয়া অধিনায়ক জেন গ্রিন। বলেছেন, ‘আমাদের টিম স্পিরিটই আমাদের শক্তি। টিম হিসেবে আমরা দারুণ। এখন পর্যন্ত যে নৈপুণ্য তাতে আমি খুশি। ভারতের বিপক্ষে খেলা নতুন অভিজ্ঞতা হবে।’ আজকের ভারত-নামিবিয়া ম্যাচটিতে নিশ্চিতভাবেই ভারত এগিয়ে থাকছে। এখন দেখা যাক, নামিবিয়া কোন অঘটন ঘটাতে পারে কি না। যদি তা ঘটে যায়, তাহলে এ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটিই হবে এটি। ভারত কী তা হতে দেবে?
×