ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অলিম্পিক দিবস উদযাপন

প্রকাশিত: ০৫:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬

অলিম্পিক দিবস উদযাপন

স্পোর্টস রিপোর্টার ॥ নরসিংদীর আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলে বৃহস্পতিবার উদযাপিত হয় অলিম্পক দিবস। স্কুলের প্রিন্সিপাল জিএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন, রুবেল হোসেন, মমিনুল হক, এনামুল হক বিজয়, চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়ক আমিন খানসহ অনেকেই। শেখ রাসেল আন্তঃস্কুল দাবা সমাপ্ত স্পোর্টস রিপোর্টার ॥ শেখ রাসেল আন্তঃস্কুল দাবা, ঢাকা শহর ছাত্রদের ষষ্ঠ-দশম শ্রেণী গ্রুপে নালন্দা হাই স্কুলের অনতা চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন, সেন্ট গ্রেগরিজ স্কুলের ওয়াসিফ লস্কর রানারআপ এবং শাহ আলী মডেল স্কুলের মিরাজ উদ্দিন আহমেদ তৃতীয়; ছাত্রদের কেজি-পঞ্চম শ্রেণী গ্রুপে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সরনোভা চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন, ডিপিএস এসটিএস স্কুলের রামিন আহমেদ রানারআপ ও নাহার চেস একাডেমির মনোন রেজা নীর তৃতীয়; ছাত্রীদের ষষ্ঠ-দশম শ্রেণী গ্রুপে মতিঝিল সরকারী স্কুলের জান্নাতুল ফেরদৌস অপরাজিত চ্যাম্পিয়ন, নাহার চেস একাডেমির ঝর্ণা বেগম রানারআপ, ভিকারুন নিসা স্কুলের নোশিন আঞ্জুম তৃতীয়; ছাত্রীদের কেজি-পঞ্চম শ্রেণী গ্রুপে ইস্পাহানী গার্লস স্কুলের ওয়ালিজা আহমেদ চ্যাম্পিয়ন, আইডিয়াল স্কুলের ইশরাত জাহান দিবা রানারআপ এবং নাহার চেস একাডেমির জেরিন আক্তার তৃতীয় হয়। দুই দিনব্যাপী এ স্কুল দাবায় ঢাকা শহরের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।
×