ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাসনাত আমজাদের ছড়া

প্রকাশিত: ০৫:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০১৬

হাসনাত আমজাদের ছড়া

বইমেলাতে পুষি বইমেলাতে ঘুরছে খুকু সাথে বেড়াল পুষি ঘুরতে এসে আজকে পুষি বেজায় রকম খুশি। ঘুরছে খুকুর কোলে চড়ে যদি হঠাত যায় সে পড়ে তাই জড়িয়ে ধরে বললো খুকু, নড়িস না তুই চুপটি থাকিস ওরে। হাঁটছে সবাই এদিক ওদিক কিনছে যে যার বই হঠাত পুষি লাফ দিলো এক বাধল যে হৈ চৈ। কি ঘটেছে, কি হয়েছে ঘটনা নয় মিছে বইতে ছবির ইঁদুর দেখে ছুটেছে তার পিছে। পাখির ছড়া কিনবে তারা চেঁচামেচি চলছে হঠাত আজ পাখিদের রাজ্যে পাখিরা সব মেলায় যাবে ফেলে সকল কাজ যে। কি ঘটনা, কি হয়েছে কেন এমন জেদ? পাখিরা সব এক হয়েছে নেইকো ভেদাভেদ। মেলায় তাদের বাধল কি কাজ? নিচ্ছে সবাই একসাথে সাজ দোয়েল, শ্যামা, টিয়ে ময়না, ফিঙে নাচবে নাকি বইমেলাতে গিয়ে? জানতে পেলাম শেষে পাখির ছড়া কিনবে তারা বইমেলাতে এসে। জেদ জেদ ধরেছে খুকু সে একা নয় সাথে আছে রঞ্জনা আর রুকু। বাবার সাথে আজকে তারা বইমেলাতে যাবে ইচ্ছেমত ঘুরবে এবং কিনবে যা বই পাবে। খুকুর প্রিয় ভূতের ছড়া একদমে যায় সেসব পড়া রুকুর প্রিয় গল্প হাতের কাছে পায় না এসব যা পায় তা খুব অল্প। টম এন্ড জেরী কিনবে নাকি রঞ্জনা যে যাই বলুক সইবে সে সব গঞ্জনা। বলল বাবা হেসে কিনব, তবে ক্লাশের পড়া পড়তে হবে এসে।
×