ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাইমস অব ইন্ডিয়া ও দ্য নিউজ ট্রাইব

গুগলের টিভি

প্রকাশিত: ০৫:৪০, ৬ ফেব্রুয়ারি ২০১৬

গুগলের টিভি

‘নেক্সাস টিভি’ নামে গ্রাহকদের হাতের নাগালে এই টিভি পাওয়া যাবে বলে জানা গেছে। সাধারণ টেলিভিশনের সঙ্গে গুগল টিভির থাকছে বিশেষ পার্থক্য। গুগল টিভিতে টেলিভিশন দেখা ছাড়াও ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব থেকে ভিডিও দেখা যাবে, খেলা যাবে বিভিন্ন গেমও। বিশেষ সবপ্রযুক্তির সমন্বয় থাকছে গুগল টিভিতে। গুগলের তৈরি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের সাহায্যেও এই টিভি নিয়ন্ত্রণ করা যাবে। এ ক্ষেত্রে নেক্সাসের মাধ্যমে নতুন প্রযুক্তি-সুবিধার এ্যান্ড্রয়েড সেট-টপ বক্স যুক্ত করার মাধ্যমে এ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন দিয়ে গুগল টিভি নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত করা হচ্ছে। কয়েক বছর ধরেই টেলিভিশন-বাজারে রাখার চেষ্টা করে যাচ্ছে গুগল। মূলত এ্যাপল টিভির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই গুগলের এমন উদ্যোগ। এ উদ্যোগের অংশ হিসেবে এর আগে গুগল ক্রোমকাস্ট নামে বিশেষ একটি এইচডিএমএ প্লাগ প্রযুক্তি বাজারে এনেছিল। তবে সেটি তেমন জনপ্রিয়তা পায়নি। নতুন ক্রোম টিভিটি ক্রোমকাস্টেরই হালনাগাদ সংস্করণ বলে মনে করছেন অনেকেই। গুগলের টিভি বাজারে আসার পর এ তালিকায় শিগগিরই চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ও ই-কমার্স সাইট আমাজনের নামও যুক্ত হতে পারে বলে জানা গেছে। প্রযুক্তিবাজার বিশেষজ্ঞদের মতে, নানা সেবা, সুবিধা আর নতুন প্রযুক্তির মাধ্যমে সেরা সব তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই চেষ্টা করছে শীর্ষে থাকার। এরই অংশ হিসেবে এমন উদ্যোগ।
×