ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০ লাখ অবৈধ শ্রমিককে বৈধ করবে মালয়েশিয়া

প্রকাশিত: ০৭:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

২০ লাখ অবৈধ শ্রমিককে বৈধ করবে মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ায় ২০ লাখ অনিবন্ধিত বিদেশী শ্রমিককে বৈধ করার ঘোষণা দিয়েছেন সে দেশের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি। এখন থেকে মালয়েশিয়ায় মালিকরা নিজেরাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইনে নিজেদের অবৈধ বিদেশী শ্রমিকদের নিবন্ধন করতে পারবেন। শুক্রবার পুত্রজায়ায় নিজ মন্ত্রণালয়ের মাসিক বৈঠকে জাহিদ হামিদি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের হিসাব অনুযায়ী এ মুহূর্তে ২০ লাখ অনিবন্ধিত বিদেশী শ্রমিক রয়েছেন। বেশিরভাগ মালিকই চান তারা কাজ করুক। আমরা বিষয়টি আমলে নিয়েছি। এখন মালিকরা দালাল ছাড়াই নিজেদের শ্রমিকদের নিবন্ধন করতে পারবেন। তিনি বলেন, নতুন এই পদ্ধতির মাধ্যমে দেশটিতে অবৈধ থাকা ২০ লাখ বিদেশী শ্রমিক বৈধতা পাবেন। এছাড়াও অনলাইন পদ্ধতিতে মালিকদের দালালের ওপর নির্ভরশীলতা কমবে। বিদেশী শ্রমিকদের ওপর মালয়েশিয়া সরকারের নতুন নির্ধারিত কর নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এ ঘোষণা দিলেন উপ-প্রধানমন্ত্রী। তিনি বলেন, মালিকরা বিদেশী শ্রমিকদের নিবন্ধন করার জন্য দালাল ধরতেন। দালালরা শ্রমিকদের অর্থ হাতিয়ে পালিয়ে যেত। এর ফলে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা না বাড়ায় সরকার কর থেকে বঞ্চিত হচ্ছে।
×