ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পচা গমের সেই জাহাজটির মংলা ত্যাগ

প্রকাশিত: ০৮:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬

পচা গমের সেই জাহাজটির মংলা ত্যাগ

বিডিনিউজ ॥ পচা গমসহ তিন মাসের বেশি আটকে থাকার পর একটি বিদেশী জাহাজ মংলা বন্দর ছেড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘এমভি পিনটেইল’ নামের ওই জাহাজ বন্দর ত্যাগ করে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়। প্রায় ২১ হাজার মেট্রিক টন গমসহ জাহাজটি ফ্রান্সের রোয়েন ডাকিং বন্দরে যাবে সিঙ্গাপুর হয়ে। গত বছরের ১২ অক্টোবর সাইপ্রাসের পতাকাবাহী এ জাহাজ গম নিয়ে মংলা বন্দরে আসে। আমদানি করা ‘পোকাযুক্ত, পচা এবং খাবার অনুপযোগী’ এসব গম খালাস কাজ বন্ধ করে দেয় খাদ্য অধিদফতর। এসব গমের আমদানিকারক প্রতিষ্ঠান ‘ইমপেক্স কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড’ ও খাদ্য অধিদফতরের মধ্যে দফায় দফায় চলা বৈঠকে এই গম ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মোহাম্মদ হাসান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পোকাযুক্ত, পচা এবং খাবার অনুপোযোগী’ গম নিয়ে বন্দরে আটকে থাকা জাহাজটি সকালে বন্দর ত্যাগ করেছে।
×