ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে

প্রকাশিত: ০৪:০৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬

গত সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে দশমিক ১৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ২৯ পয়েন্টে। যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫ দশমিক ৩১ পয়েন্ট। অর্থাৎ পিই রেশিও কমেছে দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ। বর্তমানে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭ দশমিক ৮৬ পয়েন্টে, আর্থিক প্রতিষ্ঠানের ২৩ দশমিক ১২, প্রকৌশল খাতের ১৯ দশমিক ৪৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩১ দশমিক ৬৩, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৩ দশমিক ৪৯, বস্ত্র খাতের ১১ দশমিক ৫৪, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ৩৯, পেপার ও প্রকাশনা খাতের ৫১ দশমিক ৫৭, ভ্রমণ ও অবকাশ খাতের ১৮ দশমিক ৯৫, সেবা ও আবাসন খাতের ২২ দশমিক ৮৩। -অর্থনৈতিক রিপোর্টার শাহজিবাজার পাওয়ারের এজিএম কাল আগামীকাল সোমবার ১১টায় রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্স মিলনায়তনে শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (এসপিসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ২৮ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে এসপিসিএলের পরিচালনা পর্ষদ। এজিএমের রেকর্ড ডেট ছিল ৭ ডিসেম্বর। হিসাব বছর শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩০ টাকা ৬০ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ২ টাকা ৪০ পয়সা ইপিএস দেখিয়েছে শাহজিবাজার পাওয়ার, এক বছর আগে যা ছিল ৪ টাকা ৫৬ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×