ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাছে আসার সাহসী গল্প নিয়ে নির্মিত হচ্ছে তিন নাটক

প্রকাশিত: ০৪:২৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬

কাছে আসার সাহসী গল্প নিয়ে নির্মিত হচ্ছে তিন নাটক

সংস্কৃতি ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবারও ভালবাসা দিবসকে সামনে রেখে ইউনিলিভার বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড ক্লোজআপ আয়োজন করেছে কাছে আসার সাহসী গল্প প্রতিযোগিতা। ৭ জানুয়ারি থেকে ভালবাসার সাহসীগল্প আহ্বানের মাধ্যমে শুরু হয় এ প্রতিযোগিতা। সাধারণ মানুষের ভালবাসার অসাধারণ গল্পগুলো সবাইকে জানানোই প্রতিযোগিতার উদ্দেশ্য। ২৫ জানুয়ারি পর্যন্ত সারাদেশ থেকে ভালবাসার অসংখ্য গল্প জমা পড়ে। কাগজ আর ক¤িপউটার স্ক্রিনে ভেসে ওঠে কাছে আসার হাজারও সাহসী গল্প। সেই গল্পগুলো থেকে নির্বাচিত সেরা তিনটি গল্প নিয়ে দেশের খ্যাতিমান তিন নির্মাতা শাফায়েত মনসুর রানা, মাবরুর রশিদ বান্নাহ এবং রুবায়েত মাহমুদ নির্মাণ করছেন তিনটি নাটক। নাটকগুলোতে অভিনয় করছেন তাহসান, মেহজাবিন, জন, জোভান, সাবিলা, শখ, নিলয়সহ আরও অনেকে। ভালবাসা দিবসে নাটকগুলো প্রচার হবে বাংলাভিশনে। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা তিন গল্পকার হলেন আফসানা কাশেম মিমি, শিহাব আর-রাসাদ নির্ঝর এবং শাকিল আহমেদ রিসান। জীবনের অনুভূতিগুলোর মাঝে ভালবাসা এক বিচিত্র অনুভূতির নাম। ভালবাসা মানে বিশ্বাস, ভালবাসা মানে সাহস। ভালবাসা মানে ভয় ভেঙ্গে বাধা পেরিয়ে কাছে আসার সাহসী গল্প।
×