ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাভারে তরুণ ভাস্করকে কুপিয়ে হত্যার চেষ্টা, অর্থ লুট

প্রকাশিত: ০৫:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০১৬

সাভারে তরুণ ভাস্করকে কুপিয়ে হত্যার চেষ্টা, অর্থ লুট

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ ফেব্রুয়ারি ॥ এক যুবককে মারধরের কারণ জানতে চাওয়ায় সাভারে হাফিজ মোল্লা নামের (৩০) এক তরুণ ভাস্করকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। লুট করে নেয়া হয়েছে তার কাছে থাকা পৌনে দু’ লাখ টাকা। শনিবার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকালে আনন্দপুর এলাকায় রাস্তার মধ্যে আজিজুল হক নামের এক ব্যক্তি এক যুবককে পিটিয়ে আহত করে। এ সময় ভাস্কর সাভার ন্যাশনাল প্রি ক্যাডেট হাই স্কুলের চেয়ারম্যান হাফিজ মোল্লা স্কুলে কাজ শেষে রিক্সাযোগে বাসায় ফেরার পথে ওই যুবককে পিটিয়ে আহত করার বিষয়টি দেখতে পান। এ সময় তিনি রিক্সা থামিয়ে ওই যুবককে কী কারণে পিটিয়ে আহত করছেন- তা জানতে যান আজিজুল হকের কাছে। কিন্তু, আজিজুল এতে ক্ষিপ্ত হয়ে হাফিজ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং স্কুলের শিক্ষকদের বেতন দেয়ার জন্য রাখা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
×