ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হৃদরোগে আক্রান্ত সাইদুরের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

হৃদরোগে আক্রান্ত সাইদুরের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত সাইদুর রহমানের (৬০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাইপাস সার্জারি করাতে লাগবে প্রায় সাড়ে তিন লাখ টাকা। আর রিং বসাতে দরকার প্রায় সাত লাখ টাকা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। বরিশালের উজিরপুর থানাধীন চাংগগরিয়া গ্রামে তার বাড়ি। তিনি ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানী জুট মিলে কাজ করতেন। বর্তমানে বেকার হয়ে পড়েছেন। তিনি ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, অসহায় সাইদুর রহমানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৮১৫১৯১০৮২(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- সাইদুর রহমান, সোনালী ব্যাংক লি:, বাওয়ানীনগর শাখা, ডেমরা, ঢাকা, হিসাব নং-০১৬০৩৩৪০৭২৭২৩। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×