ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশসহ আহত ৫

ফেনীতে সংসদ সদস্য রহিম উল্লার গাড়ি বহরে হামলা

প্রকাশিত: ০৫:৪১, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ফেনীতে সংসদ সদস্য রহিম উল্লার গাড়ি বহরে হামলা

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৬ ফেব্রুয়ারি ॥ ফেনীর সোনাগাজী বাজারে শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য রহিম উল্লার গাড়ি বহরে হামলা হয়েছে। এতে পুলিশ ইন্সপেক্টরসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী মোটর বহরের যাত্রী জানায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লা তার সোনাপুরের নিজ বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। সোনগাজী বাজারে গাড়ি বহর পৌঁছলে বাজারের আওয়ামী লীগ অফিস থেকে নিজদলীয় ২০-৩০ জন সংসদ সংসদ সদস্যের গাড়ি বহরে হামলা চালায়। এতে হাজী রহিম উল্লার বহরের একটি মাইক্রোবাস ভাংচুর হয়। হামলাকারীদের ইটের আঘাতে সোনাগাজী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেজবাহউদ্দিন, বহরের যাত্রী জসিম, মোশারফসহ ৫ জন আহত হয়। আহতদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় হাসপতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কমকতা হুমায়ুন কবির পুলিশ সদস্য আহত হওয়ার কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ২ বছর যাবত সংসদ সদস্য রহিম উল্লার সঙ্গে টিআর কাবিখার ভাগবাটোয়ারা নিয়ে নিজদলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত ১ জুন ২০১৫ রহিম উল্লার অনুসারীদের হাতে একই এলাকার আজিজুল হক নামের এক যুবলীগ কর্মী নিহত হয়। একইভাবে প্রতিপক্ষের হাতে ২০১৫ সালের শেষ দিকে সোনাগাজীর চর দরবেশের যুবলীগ নেতা জসিম উদ্দিন নিহত হয়।
×