ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্ধ চরিত্রে সুমাইয়া শিমু

প্রকাশিত: ০৭:১০, ৭ ফেব্রুয়ারি ২০১৬

অন্ধ চরিত্রে সুমাইয়া শিমু

স্টাফ রিপোর্টার ॥ আমাদের দেশের টেলিভিশন মিডিয়ায় অভিনয় শিল্পীদের মধ্যে সুবর্ণা মুস্তাফার পর আফসানা মিমি, শমী কায়সার কিংবা বিপাশা হায়াতের মতো প্রতিভাময়ী অভিনেত্রী খুব কমই তৈরি হয়েছে। তাদের মতো মেধাবী অভিনেত্রী কেন যেন আর পাওয়া গেল না। তবে সুমাইয়া শিমুকে ধরা হয় এদের উত্তরসূরি। অবশ্য নিজের মেধা এবং অভিনয় দক্ষতার পাশাপাশি নজরকাড়া গ্ল্যামার্সের মাধ্যমে সুমাইয়া শিমু মিডিয়ায় তার যোগ্য প্রতিদান দিয়েছেন। সংশ্লিষ্ট যে কেউ এটা একবাক্যে স্বীকার করবেন। অসংখ্য টিভি নাটক ও টেলিফিল্মে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজে দক্ষ শিল্পী প্রতিভার প্রমাণ দিয়েছেন সুমাইয়া শিমু। ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয়ে কতটা সাবলীল সুমাইয়া শিমু তা দেখেছে দর্শকরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ধারাবাহিক নাটকে অন্ধ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিক নাটকের নাম ‘অন্ধকারের গান’। নজরুল ইসলাম রচিত নাটকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। নাটকে তিথি চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। নাটকের গল্পে দেখা যাবে মধ্যবিত্ত একটি পরিবারের সবচেয়ে আনন্দময় মানুষটার নাম তিথি। তার কোন দুঃখ নেই, হতাশা নেই, বেদনা নেই। সুন্দর একটা ফুলের গন্ধ পেলেই তার মন আনন্দে নেচে ওঠে, পাখির ডাকে নাচে প্রাণ, গান গায় আপন সুরে। তিথি সবচেয়ে সুখে থাকলেও এই পরিবারের প্রধান দুঃখ তিথিকে নিয়ে, কারণ তিনি জন্মান্ধ! মধ্যবিত্ত পরিবারের হাস্যোজ্জ্বল কিন্তু জন্মান্ধ একটি মেয়ের জীবন যাপন নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। সুমাইয়া শিমু ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন দেশের বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত, শর্মিলী আহমেদ, তমালিকা কর্মকার, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ শরীফ খান, মিশু সাব্বির, উর্মিলাসহ আরও অনেকে। জানা গেছে একুশে টেলিভিশনে প্রতি রবি এবং সোমবার রাত ১০টায় নাটকটি প্রচার হবে।
×