ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বরেকর্ড গড়েও বিশ্ব আসরে নেই সুর

প্রকাশিত: ০৭:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বরেকর্ড গড়েও বিশ্ব আসরে নেই সুর

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই বিশ্ব ইনডোর পোলভল্ট আসর হয়ে গেল। গতবার অলিম্পিকে স্বর্ণজয়ী জেন সুর নিজেকেই ছাড়িয়ে গেছেন এ আসরে। মহিলা পোলভল্টে ভেঙ্গেছেন নিজেরই গড়া রেকর্ড। ২০১৩ সালে নিজের গড়া ইনডোর বিশ্বরেকর্ডকে পেছনে ফেলেছেন। কিন্তু এরপরও আগামী ১৭-২০ মার্চ থেকে অরিগনের পোর্টল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপসে অংশ নেবেন না তিনি। কারণ তিনি আগস্টে রিও ডি জেনিরো অলিম্পিকে অনেক বেশি স্বর্ণ জিততে চান। সে কারণেই আপাতত নিজের ফিটনেস ঠিক রাখতে অনুশীলন ও বিরতি নেয়াটাকেই সমীচীন মনে করছেন সুর। ২০১৩ সালে আলবুকার্কে অনুষ্ঠিত ইউএস চ্যাম্পিয়নশিপসে ৫.০২ মিটার লাফিয়েছিলেন সুর। সেটাই ছিল মহিলা ইনডোর পোলভল্টের বিশ্বরেকর্ড। কিন্তু এবার সেটাকে ছাড়িয়ে গেলেন মার্কিন এ পোলভল্টার নারী। এবার নিউইয়র্কের রোচেস্টারে অনুষ্ঠিত গোল্ডেন ঈগল আমন্ত্রণমূলক মিটে তিনি লাফিয়েছেন ১৬ ফুট ৬ ইঞ্চি (৫.০৩ মিটার)। নিজের রেকর্ড ভেঙ্গে ফেললেও নিজেকে অলিম্পিকের জন্য এবার পরিপূর্ণ ফিট রাখতে চান। কারণ আসন্ন রিও অলিম্পিক নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছেন গতবার স্বর্ণজয়ী এ পোলভল্ট তারকা। তাই আসন্ন ইনডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপসে অংশ নেবেন না তিনি। অরিগন রাজ্যের পোর্টল্যান্ডে আগামী ১৭ মার্চ শুরু হবে বিশ্ব আসর। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত বিষয়টা নিয়ে আমি ভেবেই দেখিনি। আমি যখন লাফানোর জন্য প্রস্তুত থাকি তখন কোন ব্যাপার নয় যে কোথায় লাফাচ্ছি। আমি অনুশীলন থেকেই জেনে ফেলি কি ঘটতে পারে। এখন পর্যন্ত আমি যে অবস্থায় আছি সবকিছুকে ঠিকঠাকই মনে হচ্ছে।’ আর মাত্র ৫ মাস পরেই মর্যাদার অলিম্পিক। বিশ্বসেরা এ্যাথলেটরা তাই নিজেদের নিয়ে বেশ সতর্ক আছেন। কম টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। কারণ অলিম্পিকে স্বর্ণ জয়ের আশা সবার। সুরও একই স্বপ্নে বিভোর। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই অলিম্পিক বর্ষে এসে আমি অনেক বেশি বেশি অন্যান্য কাজ করব নাকি। আমি নিজেকে পুরোপুরি ফিট রাখতে চাই এবং এর আগে কোন সমস্যায় পড়তে চাই না।’
×