ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনজুরির সঙ্গে লড়াই জেসিকার

প্রকাশিত: ০৭:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ইনজুরির সঙ্গে লড়াই জেসিকার

স্পোর্টস রিপোর্টার ॥ টানা এক বছর ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে দূরে ছিলেন। ২০১৪ সালটা সন্তানের মা হওয়ার জন্য কোন প্রতিযোগিতায় অংশ নেননি। তবে পরবর্তী বছরের মে মাসে ফিরে দারুণভাবেই শুরু করেছিলেন। এমনকি গত বছর আবারও বিশ্বচ্যাম্পিয়নশিপসে স্বর্ণপদক জিতে ফুরিয়ে যাননি সেটা প্রমাণ করে দিয়েছিলেন। এরপরই ব্রিটিশ হেপ্টাথলন সম্রাজ্ঞী জেসিকা ইন্নিস হিল পরবর্তী অলিম্পিকে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কথা জানিয়েছিলেন। তবে অলিম্পিক বছরে এসে তার সঙ্গী হয়েছে ইনজুরি। পায়ের পাতার ইনজুরির কারণে চলতি বছরের ইনডোর এ্যাথলেটিক্স আসরগুলোয় অংশ নিতে পারবেন না জেসিকা। কবে ফিরতে পারবেন সেটা নিয়েও নিশ্চিত বলে জানাতে পারেননি। ২০১৪ সালের শেষদিকেই অনুশীলনে ফিরেছিলেন ৩০ বছর বয়সী জেসিকা। কিন্তু কোন আন্তর্জাতিক আসরে অংশ নেননি। অনুশীলনের ওপরই জোর দিয়েছেন ভালভাবে ফেরার জন্য। অবশেষে ২০১৫ সালের প্রথমদিকে যখন ফিরেছেন আবারও যেন পুরনো রূপেই দেখা গেছে বহুমাত্রিক ক্রীড়ায় পারদর্শী এ মহিলা এ্যাথলেটকে। ক্যারিয়ারের শুরুটা হার্ডলস দিয়ে হলেও পরবর্তীতে সেটা ছেড়ে দিয়ে হেপ্টাথলনে নিজেকে মেলে ধরার জন্য জোরেশোরে শুরু করেছিলেন। পরবর্তীতে বিশ্বের সেরা হয়ে যান এ ইভেন্টে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে এবং গত বছর বেজিংয়ে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপসে জেসিকা স্বর্ণপদক জেতেন। বিশ্ব ইনডোর পেন্টাথলনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন আগে। আবার ১০০ মিটার হার্ডলস, হাইজাম্প ও ইনডোর পেন্টাথলনে সাবেক ব্রিটিশ জাতীয় রেকর্ডধারী জেসিকা। এ কারণেই হেপ্টাথলন শুরু। সেখানেও সাফল্য এসেছে। এ বছর আগস্টে রিও ডি জেনিরো গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণ ধরে রাখার মিশন নিয়েই এগুচ্ছেন তিনি। কিন্তু এবার ইনজুরিতে পড়েছেন। অনুশীলনের সময় পায়ের পাতার ইনজুরিতে পড়েন জেসিকা। সে কারণে ইনডোর ইভেন্টগুলোয় আর অংশ নেয়া হচ্ছে না জেসিকার। পুরোপুরি ফিট হতে কত সময় লাগতে পারে এবং কবে নাগাদ ফিরবেন সে বিষয়েও নিশ্চিত করে জানাননি তিনি। তবে আশাবাদ জানিয়েছেন আউটডোর মৌসুমটায় শুরু থেকেই যুক্ত থাকার। মে মাসে হাইপো মিট দিয়েই শুরু করবেন আবার। আর সেসব আসর দিয়েই অলিম্পিকের জন্য নিজেকে ভালভাবে প্রস্তুত করতে চান।
×