ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের টানা দুই জয়

প্রকাশিত: ০৮:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ইংল্যান্ডের টানা দুই জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় ওয়ানডেতেও সহজ জয় পেল সফরকারী ইংল্যান্ড। ইয়ন মরগানের দল এবার প্রোটিয়াদের হারাল ৫ উইকেটে। এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ২-০তে এগিয়ে গেল ইংলিশরা। পোর্ট এলিজাবেথে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে টস জিতে ব্যাটিং নেয়া দক্ষিণ আফ্রিকা। ৯১ বলে ৪ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করে আউট হন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। জেডি ডুমিনি ৪৭ ও ফ্যাফ ডুপ্লেসিস করেন ৪৬ রান। অতিথিদের হয়ে পেসার রেস টপলি ৪ ও বেন স্টোকস নেন ২ উইকেট। জবাবে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন এ্যালেক্স হেলস। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পাননি এই ওপেনার। ১২৪ বলে ৮ চারের সাাহায্যে ৯৯ রানে কাইল এ্যাবটের শিকারে পরিণত হন হেলস। বড় তারকা জো রুট ৩৮ ও অধিনায়ক ইয়ন মরগান করেন ২৯ রান। শেষ দিকে ২৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৮ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জস বাটলার। ১৫ বলে অপরাজিত ২১ রান মঈন আলির। প্রোটিয়াদের হয়ে এ্যাবট ৩ ও মরনে মরকেল নেন ২ উইকেট। সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডে মঙ্গলবার। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ২৬২/৭ (৫০ ওভার), ইংল্যান্ড ২৬৩/৫ (৪৬.২ ওভার) ফল ॥ ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
×