অনলাইন |
আজকের পত্রিকা |
ফিচার পাতা |
সাময়িকী |
নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে পক্ষাঘাতগ্রস্থ মুক্তিযোদ্ধা মুনির হোসেকে গুরুতর অবস্থায় রবিবার সকালে ঢাকাস্থ সাভারের পিআরএসপি হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাঁর গ্রাম বাড়ী সদর উপজেলার দত্তপাড়ায় যেয়ে স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মোঃ আবু তাহের তাঁর খোঁজ খবর নেয়ার জন্য বাড়ীতে যান। নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার জন্য নগদ দু’লাখ টাকা প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখা আহবায়ক শাহজাহান কামাল, আওয়ামীলীগ নেতা মোঃ রিপন, অসুস্থ মুক্তিযোদ্ধা মুনিরের পরিবারে সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।