ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত: ২৩:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক ॥ ভারতের কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ শাখা বাংলা সাহিত্য সমিতির সেক্রেটারি শুভেচ্ছা চৌধুরীর নেতৃত্বে ৭-সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-রিতাশ্রী পাল, শুভ্রশঙ্খ বোস, আশীষ মিত্র, মানস দেব, অরিজিৎ দে এবং সুজয় সাহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিঞ্জপ্তিতে আজ এ কথা বলা হয়। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচী চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এসময় বাংলাকে জাতিসংঘের একটি অন্যতম দাপ্তরিক ভাষা করার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
×