ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে আরও ৩০টি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এরমধ্যে একটি হবে কুষ্টিয়ায়। সরকারের লক্ষ্য ভারতীয় ব্যবসায়ীদের এ দেশের শিল্পখাতে বিনোয়োগে আকৃষ্ট করা। রবিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ কথা বলেন। ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে তিনি সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এব্যাপরে যথাযথ উদ্যোগ নেয়া হবে বলে হাই কমিশনার বাণিজ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন। এসময় কাঁচা পাট রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাণিজন্যমন্ত্রীকে অনুরোধ জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ভারতের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশের কাঁচা পাটের ওপর নির্ভরশীল। নিষেধাজ্ঞার কারণে তারা বিপাকে পড়েছেন। মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। এছাড়াও বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
×