ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মওলানা ভাসানীর চরিত্রে লিমন

প্রকাশিত: ০৩:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

মওলানা ভাসানীর চরিত্রে লিমন

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেতাদের মধ্যে অন্যতম ফরহাদ লিমন। মঞ্চ ও টিভি নাটক এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শাহ আব্দুল করিমের জীবনীর ওপর নির্মিত ‘রঙের দুনিয়া’ চলচ্চিত্রে মওলানা ভাসানীর চরিত্রে অভিনয় করছেন ফরহাদ লিমন। এর মাধ্যমে অভিনেতা হিসেবে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুক্তাদির ইবনে সালাম। ফরহাদ লিমন একজন থিয়েটারকর্মী। ২০০০ সালে থিয়েটারে যোগ দেন। এ সময় শৈবাল নাট্যচক্র, উম্মোচন থিয়েটার এবং সবশেষে পালাকারে ছিলেন। সেখানে নাট্যগুরু আমিনুর রহমান মুকুলের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেন। এ জন্য তার কাছে কৃতজ্ঞ তিনি। থিয়েটারে বেশ কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন লিমন। এর মধ্যে ‘টাইমস্কোপ’, ‘ডাকঘর’, ‘তাইজ আলীর বুকে মিজু মুন্সির পাও’, ‘প্রজেক্ট ১০০+’ প্রভৃতি। এছাড়া টিভি নাটকে প্রথম অভিনয় করেন ২০০৯ সালে। নাটকটি ছিল সুমন আনোয়ার পরিচালিত ‘পাঞ্জাবীওয়ালা’। লিমন অভিনীত খ- নাটকের মধ্যে রয়েছে ‘কেউ কথা রাখেনি’, ‘তার বাবা গড ফাদার’, ‘নাগর’, ‘গড়বড়’, ‘পানি’ অন্যতম। পাশাপাশি ‘মুন্নুজান’, ‘দিঘী’, ‘নূরজাহান’, ‘বাতিঘর’ ধারবাহিক নাটকেও অভিনয় করেছেন। বর্তমানে তাহের শিপন ও অরুণ চৌধুরীর ‘মোহর আলী’ এবং মাসুদ মহিউদ্দিনের ‘নগর জোনাকী’ নাটকে কাজ করছেন। অভিনয় ছাড়াও তার রচিত বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে।
×