ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পান্থ আফজাল

নাতিশীতোষ্ণ এই সময়ে

প্রকাশিত: ০৩:৩২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

নাতিশীতোষ্ণ এই সময়ে

প্রকৃতির পালাবদল মনকে দোলা দিয়ে যায়। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এ দেশকে। ষড়ঋতুম-িত এদেশ সত্যিকার অর্থেই অপরূপ। একেক ঋতু একেক রূপ নিয়ে ধরা দেয় আমাদের মাঝে। পালাবদলের পরিক্রমায় ঘটে যায় নানা ঘটনা। কখনো প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করে কখনো বা স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। দিন বদলায় সময় বদলায় বদলে যায় মন। সব বদল যেন প্রকৃতির নিয়মেই ঘুরপাক খায়। যতই দিন গড়াচ্ছে মানুষ ততই ব্যস্ত হয়ে পড়ছে। কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় মানুষ নিজেকে ব্যস্ত রাখছে নিজ নিজ কাজে। ঋতুর এ পরিবর্তন ব্যস্ত মানুষগুলোর যেন চোখ এড়িয়ে যায়। তারপরেও কিছু কিছু ঋতু চাইলেও চোখ এড়িয়ে যাওয়া যায় না। অপূর্ব শোভা নিয়ে ধরা দেয় নিমিষেই। তেমনি এক ঋতু বসন্ত। প্রকৃতির পালাবদলে বইছে মৃদুমন্দ হাওয়া। এ যেন এক মন মাতানো পরিবেশ। প্রকৃতি যেমন তার রূপ বদলায় ঠিক তার সঙ্গে পাল্লা দিয়ে বদলে যায় ফ্যাশন। বসন্তের এ সময় অনেকেই পোশাকে বিড়ম্বনায় পড়েন। একটু মোটা কাপড় পড়লে গরম লেগে যায় আবার হালকা কাপড় গড়েলে ঠান্ডা অনুভুত হয়। ফলে আবহাওয়া উপযোগী পোাশাকের সন্ধান করে থাকেন অনেকেই। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে আবহাওয়া উপযোগী পোশাক। যা সহজেই মানিয়ে যাবে এ ঋতুতে। ঋতু অনুযায়াী পোশাক তৈরির ট্রেডিশন খুব বেশিদিন হয়নি এদেশে চালু হয়েছে। তারপরেও খুব দ্রুত এ ট্রেডিশনটি ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কারন ব্যস্ত জীবনে ঋতুর সঙ্গে তাল মিলিয়ে পোশাক এখন হাতের কাছেই মেলে। যার ফলে বাড়তি চিন্তা মাথায় নিয়ে ঘুরতে হয় না। এ ঋতুতে মূলত ফুলসিøভ ড্রেস প্রাধান্য পেয়েছে। ফুলসিøভ ড্রেসের মধ্যে হুডি শার্ট, টি-শার্ট এখন বেশ জনপ্রিয়। শার্টর কিংবা টি-শার্টের কলারের সঙ্গে সংযুক্ত ঘোমটার মতো একটা হুড যা কিনা আগে জ্যাকেট অথবা সোয়েটারের সঙ্গে শোভা পেত। সেই হুড এখন শার্ট, টি-শার্টের সঙ্গে সংযুক্ত হয়ে ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা। ফ্যাশন হাউস প্রতিনিয়ত পরীক্ষামূলক পোশাক বাজারে ছেড়ে থাকে ক্রেতাদের জনপ্রিয়তা যাচাই করার জন্য। চাহিদা ও পছন্দের উপর নির্ভর করে পন্যের যোগান। হুডি শার্ট, টি-শার্ট বাজারে আসা মাত্রই ক্রেতাদেন নজর কাড়তে সক্ষম হয়। অর্জন ব্যাপক জনপ্রিয়তা। ফলে এ পোশাকটি এদেশের ফ্যাশন ট্রেন্ডে শক্ত আসন করে নিয়েছে। এছাড়াও আবহাওয়াকে প্রাধান্য দিয়ে ফুল সিøভ টি-শার্ট, হাই নেক টি-শার্ট, লং কুর্তা, টপস্, ট্রাউজার, ব্যাগি জিন্স এখন প্রতিটি ফ্যাশন হাউসে শোভা পাচ্ছে। মানুষ যত বেশি ফ্যাশন সচেতন হয়ে উঠছে ততই বাড়ছে ফ্যাশন হাউসের সংখ্যা। ইচ্ছে হলেই যুগোপযোগী পোশাকে সাজানো যাবে নিজেকে। অফিসিয়াল ফুলসিøভ শার্টেও ঋতুর প্রাধান্য বিদ্যমান। কাপড় হিসেবে ব্যাবহার হচ্ছে খাদি, কটন, সিনথেটিক, জয়সিল্ক, এন্ডি কটন। এ সময়টায় দিনের বেলা গরম অনুভূত হয় আবার সন্ধা না ঘনাতেই ঠান্ডা লাগতে শুরু করে। যে কারনে শীতের মতো বাড়তি কাপড় অর্থাৎ জ্যাকেট, সোয়েটার কিংবা শাল নিয়ে বের হওয়া হয় না। তাই এ সময়টায় এমন ড্রেস পরা উচিত যা দিন কিংবা রাতে অস্বস্থিতে না ফেলে। এ সময়ে ফুলসিøভ ড্রেস বেশ উপযোগী। দিনে এবং রাতে অনায়েসে মানিয়ে যাবে। মেয়েদের ড্রেসগুলোতে কাজের ভেরিয়েশন লক্ষ্যণীয়। পার্টি ড্রেসগুলোতে রাখা হয়েছে ভারি কাজের মিশ্রন। যা এ আবহাওয়ার সঙ্গে মানানসই। তরুনীদের পছন্দের তালিকায় রয়েছে এ ড্রেসগুলো। ছবি : নাট্য মডেল : জিসান
×