ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে ॥ মাতলুব

প্রকাশিত: ০৩:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

কুষ্টিয়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে ॥ মাতলুব

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ এফবিসিসিআইর সভাপতি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আবদুল মাতলুব আহ্মেদ বলেছেন, কুষ্টিয়া শিল্প ও সংস্কৃতির উর্বর ক্ষেত্র, এই ভূমিতে দেশ বরেণ্য মানুষের অবস্থান। দেশের শিল্পক্ষেত্রে জেলার অবদান অনেক গর্ব করার মতো। এফবিসিসিআই সভাপতি রবিবার সকালে কুষ্টিয়া আউটার স্টেডিয়ামে টাটা গাড়ির গ্রান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এ জেলার ভেড়ামারায় খুব শীঘ্রই ইপিজেড প্রতিষ্ঠিত হবে। সেখানে ভারতের শিল্পকারখানার পাশাপাশি কুষ্টিয়ার শিল্প উদ্যোক্তাদের প্রধান্য দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় চিসিম, বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ, কুষ্টিয়া চেম্বারের সভাপতি হাজী রবিউল ইসলাম ও নিটল-নিলয় গ্রুপের সিওই মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়ায় ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করায় এখানকার ব্যবসায়ীরা সুন্দর পরিবেশে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারছেন। এফবিসিসিআইর সভাপতি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আবদুল মাতলুব আহ্মেদ বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমার চাওয়া পাওয়া সামান্য।
×