ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় বিষ দিয়ে তিন শ’ হাঁস হত্যা

প্রকাশিত: ০৪:০২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধায় বিষ  দিয়ে তিন শ’  হাঁস হত্যা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কিশামত মালিবাড়ি ছয়ানি গ্রামের খামার মালিক মিজানুর রহমানের ৩শ’ ক্যামবেল প্রজাতির হাঁস বিষ প্রয়োগে রবিবার সকালে হত্যা করা হয়েছে। খামার মালিক জানান, এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। মিজানুর রহমানের খামারে ৫শ’ হাঁস ছিল। পার্শ্ববর্তী মানস নদীর তীরে নিজ জায়গায় তিনি এই খামার স্থাপন করেন। ইতোপূর্বে পার্শ্ববর্তী ঘাগোয়া ইউনিয়নের ম-লপাড়া গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে তিনি পার্টনারশিপে হাঁসের ব্যবসা করতেন। সম্প্রতি আর্থিক লেনদেনের গড়মিলের কারণে তিনি আব্দুল হাইয়ের সঙ্গে ব্যবসার সম্পর্ক ছিন্ন করেন। মিজানুর রহমানের অভিযোগ তার ব্যবসা ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে ধানের মধ্যে কীটনাশক মিছিয়ে নদী পাড়ে এবং নদী সংলগ্ন জমিতে তা ছিটিয়ে দেয়া হয়। ওই বিষাক্ত ধান খেয়ে হাঁসগুলো মারা গেছে বলে তিনি দাবি করেন।
×