ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিরল প্রজাতির ঈগল

প্রকাশিত: ০৪:০৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

বিরল প্রজাতির ঈগল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৭ ফেব্রুয়ারি ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ সাগর মোহনার পর্যটন এলাকা কুকরি মুকরিতে গ্রামবাসীর হাত থেকে রক্ষা করা হয়েছে বিরল প্রজাতির তিলা-নাগ ঈগল (ঈৎবংঃবফ ঝবৎঢ়বহঃ ঊধমষব) নামে একটি পাখি। শাহাবাজপুর এলাকার একদল গ্রামবাসী ঈগল পাখিটিকে নির্যাতন করার সময় এক দল পর্যটক ও সংবাদকর্মীরা দেখেতে পেয়ে উদ্ধার করে। শনিবার সন্ধ্যায় বন বিভাগের হস্তক্ষেপে ঈগলটিকে কুকরির গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
×