ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে

প্রকাশিত: ০৪:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীলঙ্কা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ, ভারতের পর অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে শ্রীলঙ্কা যুব দল। রবিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারে খেলার টিকেট পেয়েছে শ্রীলঙ্কা। ম্যাচে টস জিতে ইংল্যান্ড। আগে ব্যাট করারও সিদ্ধান্ত নেয়। কিন্তু সুবিধা করতে পারেনি। ওয়ানিডু হাসারঙ্গর (৩/৩৪) বোলিং তোপে ৪৯.২ ওভারে ১৮৪ রান করতেই অলআউট হয়ে যায় ইংলিশরা। দলের পক্ষে টেইলর সর্বোচ্চ ৪২ রান করতে সক্ষম হন। জবাবে আভিষ্কা ফার্নান্দোর ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে ৩৫.৪ ওভারে ১৮৬ রান করে অনায়াসে জিতে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয়েই সেমিফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা। ইংল্যান্ড গ্রুপ পর্বের সেরা দল হয়ে কোয়ার্টার ফাইনালে খেলাতে মনে হয়েছিল, শক্তিশালী দল। কিন্তু এবার যুব বিশ্বকাপে প্রথমবার এশিয়ার কোন দলের বিপক্ষে খেলতে নামতেই ইংলিশদের দুর্বলতা ধরা পড়ে গেল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৮৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় লঙ্কানরা। এতে করে উপমহাদেশের তৃতীয় দল হিসেবে শেষ চারে জায়গা হলো দলটির। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যেখানে উপমহাদেশের আরেক দল পাকিস্তান মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তান জয় পেলে সেমিফাইনালের সব দলই হবে এই উপমহাদেশের। লঙ্কানদের জয়ে ব্যাট হাতে বেশিরভাগ কাজ একাই সামলে দেন আভিষ্কা ফার্নান্দো। ৯৬ বল থেকে ১১ চারের মারে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরত্বে থাকতেই কট এ্যান্ড বোল্ড হয়ে যান ফার্নান্দো। ম্যাচসেরা হন। ওপেনিংয়েই বান্দারা-ফার্নান্দো জুটি ৭৬ রান তোলে লঙ্কানদের জয়ের পথ অনেকটাই সহজ করে যান। তবে ওপেনিং জুটি ভাঙ্গার স্বল্প সময়ের মধ্যে কামিন্ডু মেন্ডিস আউট হয়ে যান। অবশ্য তৃতীয় উইকেটে চিরাথ আসালাঙ্কা ও ফার্নান্দো প্রায় জয়ের কাছাকাছি চলে গিয়েছিলেন। তখন হঠাৎই দুটি উইকেট হারায় শ্রীলঙ্কা। তাতে লঙ্কানদের জয় থেমে অবশ্য থাকেনি। তবে ফার্নান্দো সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। এর আগে শুরুতে ব্যাট হাতে নেমেই মাত্র ১৮ রানে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। জ্যাক বার্নহাম ও কালাম টেইলর তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে ধীরগতির ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার মধ্যেই দলীয় ৪৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন বার্নহাম। দলীয় ৮২ রানে আবারও উইকেট হারায় ইংলিশরা। এবার ফিরে যান ৪২ রান করা টেইলর। পঞ্চম উইকেটে জুটি বেঁধে জর্জ বার্টলেট ও স্যাম কুরান সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। সেই চেষ্টাও সফল হয়নি। দলীয় ১২০ রানে সাজঘরে ফেরেন কুরানও (২৫)। এরপরই তাকে অনুসরণ করেন বার্টলেট (২৫)। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে ব্র্যাড টেইলর ও বেন গ্রিন ছাড়া কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। গ্রিন ২৬ ও টেইলর ২২ রান করেন। এখন মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করবে শ্রীলঙ্কা। স্কোর ॥ শ্রীলঙ্কা-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ- ইংল্যান্ড ইনিংস ১৮৪/১০; ৪৯.২ ওভার (টেইলর ৪২, গ্রিন ২৬, কারান ২৫, বার্টলেট ২৫; হাসারাঙ্গা ৩/৩৪, আসিথা ২/১৬)। শ্রীলঙ্কা ইনিংস ১৮৬/৪; ৩৫.৪ ওভার (আভিষ্কা ৯৫, আসালঙ্কা ৩৪*, বানদারা ২২, কামিন্ডু ১০; সাকিব ১/৪০)। ফল ॥ শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ আভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা)।
×