ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনাল আজ

প্রকাশিত: ০৪:২৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সেমিফাইনালে বাংলাদেশ যুব দলের প্রতিপক্ষ হচ্ছে কোন দল, তা আজ নির্ধারণ হবে। অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আজ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল নয়টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটিতে যে দল জিতবে, বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেমিফাইনালে সেই দল বাংলাদেশের বিপক্ষে খেলবে। আজকের ম্যাচটিতে স্বাভাবিকভাবেই ফেবারিট দল পাকিস্তান। দলটি গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপ থেকে সেরা দল হয়েই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। আজ যদি পাকিস্তান জিতে যায়, তাহলে সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান জমজমাট লড়াইয়ের দেখা মিলবে। তখন ‘অল এশিয়ান’ সেমিফাইনালও হয়ে যাবে। কারণ, ইংল্যান্ডকে রবিবার কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এখন আগেই সেমিফাইনালে ওঠা ভারতের বিপক্ষে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে লড়াই করবে লঙ্কানরা। উপমহাদেশের মাটিতে খেলা বলেও পাকিস্তান দলটিই এগিয়ে থাকছে। এর বাইরে ওয়েস্ট ইন্ডিজ দলটিও দুর্বল। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ যুব ওয়ানডের মধ্যে চারটিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ যুবদল। গ্রুপ পর্বেও ওয়েস্ট ইন্ডিজ খুব আহামরি কোন নৈপুণ্য দেখাতে পারেনি। ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে খেলছে। ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ক্যারিবিয়ানরা। ফিজির সঙ্গে জিতেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুইয়ের জিততে যখন ৬ বলে ৩ রানের প্রয়োজন, এমন সময়ে ওয়েস্ট ইন্ডিজ চালাকি করে জিতে যায়। নন স্ট্রাইকিং ব্যাটসম্যান ক্রিজ থেকে একটু এগিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজ বোলার স্ট্যাম্পে বল লাগিয়ে বেলস ফেলে দেন। নিয়ম অনুযায়ী আউট। তবে এ আউটটি সচরাচর করা হয় না। এমন করেই ওয়েস্ট ইন্ডিজ এখন কোয়ার্টার ফাইনালে খেলছে। যেখানে আজ পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে বাংলাদেশ যুবদল কিন্তু সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকেই চাচ্ছে। এর প্রধান কারণ, ওয়েস্ট ইন্ডিজ দুর্বল দল। সেই তুলনায় পাকিস্তান শক্তিশালী দল। সব দলই চায় ফাইনালে খেলতে। আর ওয়েস্ট ইন্ডিজকে যেহেতু জানুয়ারিতেই তিন ম্যাচের সিরিজে হারিয়েছে বাংলাদেশ, দুর্বলতা ভালই জানা আছে। যেখানে পাকিস্তান প্রতিপক্ষ হলে জিততে সমস্যা হতে পারে। তাই ওয়েস্ট ইন্ডিজকে চাচ্ছে বাংলাদেশ। কিন্তু বাস্তবতায় নজর দিলে বোঝা যাবে, আজ পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিশ্চিতভাবেই ফেবারিট দল পাকিস্তান।
×