ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন মাস নিষিদ্ধ ইয়াসির শাহ

প্রকাশিত: ০৪:২৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬

তিন মাস নিষিদ্ধ ইয়াসির শাহ

স্পোর্টস রিপোর্টার ॥ শাস্তি যে পাবেন সেটি অনুমিতই ছিল। ভাগ্য ভাল মাত্র তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন ইয়াসির শাহ। ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় রবিবার পাকিস্তানী এই লেগ স্পিনারকে সয ধরনের ক্রিকেটীয় কর্মকা- থেকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত নবেম্বরে আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে আবুধাবিতে ড্রাগ টেস্ট হয় ইয়াসিরের। ১৩ নবেম্বর নমুনা সংগ্রহের পর ২৭ ডিসেম্বর তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়। যার অর্থ আগামী ২৮ মার্চ আবার ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। শুরু থেকেই ড্রাগ নেয়ার কথা অস্বীকার করে ইয়াসির বলে আসছিলেন, ভুল করে স্ত্রীর ব্লাড-প্রেসারের ওষুধ খেয়ে ফেলেছিলেন। যে উপদান তার শরীরে পাওয়া গিয়েছে সেটি উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। জানুয়ারির প্রথম সপ্তাহে ইয়াসিরের নিষেধাজ্ঞার বিপক্ষে আপীল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসিকে দ্বিতীয়বার নমুনা পরীক্ষার অনুরোধ জানানো হয়।
×