ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আব্দুল্লাহ হত্যায় দুই আসামির স্বীকারোক্তি

প্রকাশিত: ০৮:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

আব্দুল্লাহ হত্যায়  দুই আসামির স্বীকারোক্তি

বিডিনিউজ ॥ ঢাকার কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার মেহেদী হাসান শামীম ও খোরশেদ আলম দোষ স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দী দিয়েছে। রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীনুল ইসলামের খাস কামরায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। জবানবন্দী নেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়। ৩ ফেব্রুয়ারি শামীমকে সাত দিন এবং খোরশেদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। তারা দুজন নিজেদের সংশ্লিষ্টতা স্বীকারের পাশাপাশি হত্যার নির্দেশদাতা হিসাবে মোতাহারের নাম বলেছে। গ্রেফতার অন্য দুজন আল আমিন মাহমুদ ও নীতু আক্তারকেও একই দিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে।
×