ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশের ধাওয়া খেয়ে সড়ক ছাড়ল সিটি কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

পুলিশের ধাওয়া খেয়ে সড়ক ছাড়ল সিটি কলেজের শিক্ষার্থীরা

বিডিনিউজ ॥ পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে রাজধানীতে সড়কে অবস্থান নেয়ার আট ঘণ্টা পর ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে সরিয়ে দিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সায়েন্সল্যাব থেকে জিগাতলামুখী ধানম-ি দুই নম্বর সড়কে রবিবার দুপুর ১টায় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল সীমিত হয়ে পড়ে মিরপুর রোডেও। বিক্ষোভরত শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পর রাত ৯টায় পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। রাত ৯টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ধানম-ি জোনের পুলিশের পরিদর্শক (প্যাট্রোল) মোঃ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, তাদের সরিয়ে দেয়ার সময় কোন নারী শিক্ষার্থী সেখানে ছিল না। কেবলমাত্র দেড় শ’য়ের মতো ছাত্র ছিল। পুলিশের ধাওয়ার পর কিছু শিক্ষার্থী কলেজের দেয়াল টপকে ভেতরে ঢুকে বিভিন্ন জানালার কাচ ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
×