ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন শেষ

প্রকাশিত: ২৩:২৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজার সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে দশমিক ৪৩ শতাংশ বা ১৯ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ৩৪ পয়েন্ট। ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ৩৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এই বাজারে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইসিটি, সিটি ব্যাংক, এসিআই ফরমুলেশন, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, ইউনাইটেড, বেক্সিমকো লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইটিসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, বে´িমকো লিমিটেড, এসিআই ফর্মূলেশন ও ইউনাইটেড এয়ার।
×