ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে গত ৩ বছরে ২,৯৪৪ কেজি স্বর্ণ আটক

প্রকাশিত: ০২:২০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

বিমানবন্দরে গত ৩ বছরে ২,৯৪৪ কেজি স্বর্ণ আটক

অনলাইন ডেস্ক ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিমানবন্দরে গত ৩ বছরে সর্বমোট ২৯৪৪.২০৮ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য শামিম ওসমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, আটককৃত স্বর্ণের মধ্যে ২০১৩ সালে ৬২০.৪১ কেজি, ২০১৪ সালে ১৫৩৯.৬২৮ কেজি এবং ২০১৫ সালে ৭৮৪.১৭ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দর, কাস্টম হাউস বা কাস্টমস স্টেশনে সংশ্লিষ্ট সকল প্রতিনিধির উপস্থিতিতে আটককৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা গণনা করে পুলিশ প্রহরায় বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়। আবুল মাল আব্দুল মুহিত বলেন, স্বর্ণ ও মুদ্রা চোরাচালান রোধে জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরসহ সকল কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক তদারকি বৃদ্ধি, গোপন সংবাদের মাধ্যমে মুদ্রা ও স্বর্ণ চোরাচালান রোধে আকস্মিক অভিযান পরিচালনা, দেশী-বিদেশী কাস্টমস কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সাথে তথ্য আদান-প্রদানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, গৃহীত এসব কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান সময়ে স্বর্ণ ও মুদ্রা চোরাচালান বহুলাংশে হ্রাস পেয়েছে।
×