ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইবি’র অধীনে কামিল পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু

প্রকাশিত: ০২:২৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬

ইবি’র অধীনে কামিল পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু

অনলাইন রিপোর্টার ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি এবং ২য় পর্বের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজসোমবার পরীক্ষা নিয়ন্ত্রক অফিস এর এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বাসস’কে বলেন, সময়সূচি অনুসারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ১৩০টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এ বছর উভয় পর্ব থেকে ত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে প্রাপ্ত তথ্য মতে, কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা যথাক্রমে ৭ ও ৯মার্চ শেষ হবে। এ ছাড়া পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে পাওয়া যাবে।
×