ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রিলায়েন্স ইন্স্যুরেন্সের সভা ১৫ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৪:০৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬

রিলায়েন্স ইন্স্যুরেন্সের সভা ১৫ ফেব্রুয়ারি

স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন-১৯(১) অনুযায়ী লভ্যাংশ নির্ধারণী বোর্ডসভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স। আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার এ বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন বেলা ৩টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর রিলায়েন্স ইন্স্যুরেন্স ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ১৯৯৫ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার সুহৃদ ইন্ডাস্ট্রিজের স্পট মার্কেটে লেনদেন আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে আজ মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৩ ফেব্রুয়ারি। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে। সোমবারে কোম্পানিটি সর্বশেষ শেয়ার লেনদেন করে ১৩ টাকা ২০ পয়সা দরে। শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ায় গত জানুয়ারি মাসে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যায়। -অর্থনৈতিক রিপোর্টার
×