ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে বিবিআইএনের সদর দফতর হবে

প্রকাশিত: ০৪:০৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড়ে বিবিআইএনের সদর দফতর হবে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালের (বিবিআইএন) মধ্যে চতুর্দেশীয় গাড়ি চলাচল চুক্তি শীঘ্রর কার্যকর হবে। এরপরই এ চার দেশের মধ্যে সমন্বিত শিল্পজোন হবে। এ শিল্পজোনের সদর দফতর হবে পঞ্চগড়ে। সোমবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, কিছুদিন আগে নেপাল সফরে গিয়ে সে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনায় চার দেশীয় ব্যবসা-বাণিজ্যের সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের বিষয় উঠে এসেছে। এ জন্য সম্ভাবনাময় পঞ্চগড়ে আগামীতে নানা শিল্প কলকারখানা গড়ে ওঠার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল হবে পঞ্চগড়। একই সঙ্গে নানা প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান থাকায় এ এলাকা পর্যটনের জন্যও আকর্ষণীয় হয়ে উঠবে। তিনি এ এলাকার বালু ও পাথরকে ঘিরে শিল্প কারখানা গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং প্রয়োজনে নিজেই তাতে অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি আগামী জুনের মধ্যেই বাংলাবান্ধায় ইমিগ্রেশন সুবিধা চালুর জন্য এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। বর্তমান সরকার ব্যবসাবান্ধব উল্লেখ করে এফবিসিসিআই প্রেসিডেন্ট জানান, আগামী এপ্রিলের মধ্যেই ব্যাংকের সুদের হার এক ডিজিটে নামিয়ে আনার প্রচেষ্টা চলছে। সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে এফবিসিসিআই সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে অন্যদের মধ্যে পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারি, জ্যেষ্ঠ সহসভাপতি এবিএম কামরুজ্জামান শাহানশাহ, প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক ও সাংবাদিক সাইফুল আলম বাবু বক্তব্য রাখেন।
×