ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএসসি পরীক্ষার্থীকে মারপিট ॥ প্রতিবাদে ভুয়াপুরে অবরোধ

প্রকাশিত: ০৪:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

এসএসসি পরীক্ষার্থীকে মারপিট ॥ প্রতিবাদে ভুয়াপুরে অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ ফেব্রুয়ারি ॥ কালিহাতী উপজেলার এলেঙ্গায় সোহান নামের এসএসসি পরীক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রবিবার রাতে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের নারান্দিয়া বাসস্ট্যান্ডে কয়েক শতাধিক লোক বিক্ষোভ ও অবরোধ করে। এ সময় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। প্রশাসন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। জানা যায়, এলেঙ্গা পরীক্ষা কেন্দ্রের সামনে নারান্দিয়া টিআরকেএন স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী সোহানকে স্থানীয় বখাটেরা বেধড়ক মারপিট করে। এতে সোহান গুরুতর আহত হয়। ঘটনাটি নারান্দিয়া এলাকায় জানাজানির পর স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় লোকজন রাস্তায় নেমে আসে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের নারান্দিয়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করে। সেই সাথে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় দুইপাশে প্রায় পাঁচ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাতকানিয়ায় যুবলীগের দুই নেতাকর্মী গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে আওয়ামী যুবলীগের দু’নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গত রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন সন্দেহভাজন একজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে। আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, গুলিবিদ্ধ দু’জন হলেনÑ মোঃ ফারুক ও মোঃ শাহজাহান। এর মধ্যে মোঃ ফারুক আওয়ামী যুবলীগ চরতী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। বর্তমানে তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সংশ্লিষ্ট। আর মোঃ শাহজাহান যুবলীগের একজন কর্মী। রাতে তারা মোটরবাইকযোগে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন। স্থানীয় লোকজন সন্দেহভাজন একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। মিশনারি স্কুল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৮ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরের প্রথম মিশনারি বিদ্যালয় সেন্ট আন্দ্রে মিশনারি স্কুলের উদ্বোধন করা হয়েছে। সোমবার সেন্ট আন্দ্রে মিশনারি স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রামের ধর্ম প্রদেশ সিএসসি বিশপ মজেস এম কাস্তা, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্ল্যা, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, খ্রিস্টান পল্লীর পুরোহিত ফাদার মিন্টো, সিস্টার আর্গনেস রোজারিও, ফাদার পিলারো ডেরিক প্রমুখ। হুইল চেয়ার প্রদান নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৮ ফেব্রুয়ারি ॥ দুর্গাপুর উপজেলার চ-িগড় ইউনিয়নে কেরনখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকিরুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করা হয় সোমবার। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন চ-িগড় ইউনিয়ন চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মা, শিক্ষিকা স্বপ্না দেবী হাজং, শাহেদ আলী, শামছুল হক প্রমুখ।
×