ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে পুলিশের তাড়ায় নিখোঁজ যুবলীগ নেতার লাশ উদ্ধার ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১২, ৯ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে পুলিশের তাড়ায় নিখোঁজ যুবলীগ নেতার লাশ উদ্ধার ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৮ ফেব্রুয়ারি ॥ রামগঞ্জ উপজেলার ভোলাকোট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের ৬ দিন পর লক্ষ্মীদরপাড়ার একটি ডোবা থেকে যুবলীগ নেতা রাসেল (২৫) লাশ সোমবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকা-ের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবিতে যুবলীগ ও স্থানীয় এলাকাবাসীর বিক্ষোভ মিছিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত যুবলীগ নেতা রাসেল একই এলাকার মৃত নোয়াব আলীর ছেলে ও ভোলাকোট ইউপিনয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। স্থানীয় যুবলীগ ও নিহতের আত্মীয়স্বজন জানায়, বুধবার রাত ৯টায় রামগঞ্জ থানা পুলিশের এস আই মোঃ জহিরুল ইসালের নেতৃত্বে একদল পুলিশ দেবনগর ও ভোলকোটে টহল দেয়। এ সময় মোতালেব ইটভাঁটির পাশে রাস্তার ওপর যুবলীগ নেতা রাসেলের মোটরসাইকেল গতিরোধ করে পুলিশ। একই সময় মোটরসাইকেল রেখে যুবলীগ নেতা রাসেল দৌড় দিলে পেছন থেকে পুলিশও তাকে ধাওয়া করে। রাসেলের ব্যবহৃত মোটরসমাইকেল ও হেলমেট পুলিশ থানায় নিয়ে যায়। এরপর থেকে রাসেল নিখোঁজ ছিল। পরের দিন দেবনগর মাঠে রাসেলের জামা কাপড় পাওয়া যায়। এ ঘটনায় নিহত রাসেলর মা ফাতেমা বেগম বাদী হয়ে রবিবার বিকেলে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে রাসেলের লাশ ডোবা ভাসতে দেখে খবর দেয়ার পরও দীর্ঘ তিন ঘণ্টা পুলিশ ঘটনাস্থলে না আসায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে পুলিশ আসার খবরে স্থানীয়দের মাঝে দেখা দেয় উত্তেজনা। এ সময় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী ও যুবলীগের নেতাকর্র্মীরা। মাদকবিরোধী শপথ নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ৮ ফেব্রুয়ারি ॥ ‘মাদক থেকে দূরে থাকি’ সুখী সমৃদ্ধি দেশ গড়ি’ এ সেøাগাকে বুকে ধারণ করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালার উদ্যোগে সোমবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলার গোপালপুর, ফাসিয়াতলা ও মোল্লারহাটসহ বিভিন্ন হাট-বাজারগুলোর যুব সমাজের মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন। ওসি তরুণ সমাজকে মাদকে না বলার জন্য শপথ বাক্য পাঠ করান।
×