ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বইমেলায় আবুল হোসেনের ‘পবিত্র স্মৃতি : এ্যালবাম’

প্রকাশিত: ০৪:১৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় আবুল হোসেনের ‘পবিত্র স্মৃতি : এ্যালবাম’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা একাডেমির বইমেলায় এসেছে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রচিত গ্রন্থ ‘পবিত্র স্মৃতি : এ্যালবাম’। এতে স্থান পেয়েছে পবিত্র স্মৃতিঘর কাবা’র আলোকচিত্র, সঙ্গে কাবাঘর নির্মাণের ইতিহাসটিও। গ্রন্থে ‘নবী ইব্রাহিম আঃ-এর পায়ের চিহ্নের ছবি রয়েছে। আমাদের নবী (সা)-এর স্মৃতি বিজড়িত অনেক দুর্লভ ছবিও এতে সংযোজিত হয়েছে, যা নবী (সা)-এর প্রতি পাঠকের ভালবাসায় এক নতুন মাত্রা যোগ করবে। নবী (সা)-এর শৈশবের স্মৃতি বিজড়িত মক্কা এবং নবুয়ত প্রাপ্তির পরের মদিনার অনেক আলোকচিত্র এ গ্রন্থে স্থান করে নিয়েছে। সৈয়দ আবুল হোসেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক। এবারের বইমেলায় বাংলাভাষী পাঠককে তিনি উপহার দিয়েছেন সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গ্রন্থ, যা সকল ধর্মপ্রাণ মানুষকে খুব করে নাড়া দেবে। বইটি ৭ ফেব্রুয়ারি বই মেলায় এসেছে।
×