ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবারও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬

আবারও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আবারও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ মার্চ তার এই সম্ভাব্য সফরসূচীর পুরো সময়টা ১০ পদাতিক ডিভিশন অর্থাৎ রামু সেনানিবাসে কাটাবেন বলে প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে। সেখানে সেনা সদস্যদের বিশেষ দরবারে অংশগ্রহণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেনও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর সফরসূচীর চূড়ান্ত প্রজ্ঞাপন জেলা প্রশাসনের কাছে না পৌঁছানোর কারণে বিস্তারিত কিছুই বলতে পারেননি জেলা প্রশাসক। এদিকে দলীয় সভানেত্রীর আগমনের খবরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অন্যরকম এক উৎসব দেখা দিয়েছে। সকলেই অপেক্ষায় উদগ্রীব প্রিয় নেত্রীকে ফুলেল অভিবাদন জানানোর জন্য। যদিও এখন পর্যন্ত ২ মার্চের সফরে রামু সেনানিবাসের বাইরে জেলা সদর কিংবা রামুতে রাজনৈতিক কোন কর্মসূচী থাকবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, দলীয় হাই কমান্ড ও বিশ্বস্ত কয়েকটি সূত্র থেকে প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনের খবর তিনি জেনেছেন। এ নিয়ে সব ধরনের প্রস্তুতিও নেয়া হচ্ছে। মুজিব চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু কন্যা কক্সবাজারের মানুষকে খুব বেশি ভালবাসেন বলেই বারবার এখানে ছুটে আসেন।
×