ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্যান্ডারসকে কড়া ভাষায় আক্রমণ বিল ক্লিনটনের

প্রকাশিত: ০৫:৪১, ৯ ফেব্রুয়ারি ২০১৬

স্যান্ডারসকে কড়া ভাষায় আক্রমণ বিল ক্লিনটনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডারসকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। দলের অপর মনোনয়ন প্রত্যাশী ও ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটনকে মিথ্যা ও যৌনতামূলক আক্রমণ করায় স্যান্ডারস ও তার সমর্থকদের তীব্র সমালোচনা করেন তিনি। নিউ হ্যাম্পশায়ারের মিলফোর্ডের একটি জুনিয়র হাইস্কুলে হিলারির সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় আজ মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে প্রথম প্রাইমারির ভোট অনুষ্ঠিত হবে। খবর নিউইয়র্ক টাইমসের। কয়েক মাস সংযত থাকার পর স্যান্ডারসের রাজনৈতিক বিপ্লবের আহ্বানের প্রতি বিদ্রƒপ করে ক্লিনটন বলেন, আপনি যখন একটি বিপ্লবের সূচনা করবেন তখন আপনি প্রকৃত অবস্থার প্রতি যথেষ্ট নজর দিতে পারবেন না। তিনি তার স্ত্রীর এই নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ভ- ও অসৎ বলে অভিহিত করেন। বিল ক্লিনটন ওই নির্বাচনী প্রচারে প্রায় ৫০ মিনিট ধরে কথা বলেন এবং শুরুতে তিনি তার স্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশংসামূলক কথা বলে। পরে তিনি স্যান্ডারস ও তার সমর্থকদের প্রতি আক্রমণ শুরু করেন। তিনি বলেন, তার স্ত্রী ও তাকে যারা সমর্থন দিচ্ছেন, তাদের স্যান্ডারস নারীবিদ্বেষী ভাষা ব্যবহার করে আক্রমণ করছেন। ক্লিনটন বলেন, স্যান্ডারসের সমর্থক সমালোচকরা এত কঠোর ভাষা প্রয়োগ করেছেন যে, একজন প্রগতিশীল নারী ব্লগার পরে ছদ্মনামে লিখতে বাধ্য হয়েছেন। তিনি ও অন্যরা অনলাইনে হিলারিকে সমর্থন করেছেন এবং তারা কেন হিলারিকে সমর্থন করছেন তার ব্যাখ্যা দিয়েছেন। তাদেরও অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে। সেগুলো শুধু কুরুচিপূর্ণ নয়, যৌনতামূলকও ছিল। তিনি আরও বলেন, হিলারি সম্পর্কে ইতিবাচক কথা লেখায় জোয়ান ওয়ালস নামে এক সাংবাদিক ‘অবিশ্বাস্য ব্যক্তিগত আক্রমণের’ শিকার হয়েছিলেন। সবার জন্য স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে সম্প্রতি একটি প্রস্তাব পেশ করেন স্যান্ডারস। শুক্রবারের বিতর্কে সেটিকেই ‘কার্যত অসম্ভব’ ও ‘অত্যন্ত ব্যয়বহুল’ বলে সমালোচনা করেন হিলারি।
×