ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বিকাশ কর্মীর ৩২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত: ০৭:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৬

টঙ্গীতে বিকাশ কর্মীর ৩২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৮ ফেব্রুয়ারি ॥ টঙ্গীতে দিনদুপুরে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে বিকাশ এজেন্ট মালিক ও টঙ্গী থানা পুলিশের রহস্যজনক আচরণে স্থানীয় মিডিয়া কর্মীরা চরম বিভ্রান্তিতে পড়েছেন। বিকাশ এজেন্ট কর্মীর দাবি, তার কাছ থেকে ৩২ লাখ টাকা ছিনতাই হয়েছে। অপরদিকে পুলিশ বলছে, বিকাশ কর্মীর কাছ থেকে মাত্র ৭ হাজার টাকা ছিনতাই হয়েছে। এমন রহস্যজনক তথ্যে দুপুর থেকে রাত পর্যন্ত ঘটনাটি পুরো রহস্যই থেকে যায়। সোমবার দুপুরে টঙ্গীর বেক্সিমকো কারখানার পেছনে এক বিকাশ কর্মীর কাছ থেকে একদল দুর্বৃত্ত ৩২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে টঙ্গী থানায় বিকাশ কর্মী ও বিকাশ এজেন্ট মালিক অভিযোগ দায়ের করতে যান। বিকাশ কর্মীর বক্তব্য, মোটরসাইকেলযোগে আসা ৬ ছিনতাইকারী কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ঘটনাটি দুপুরে ঘটলেও রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টঙ্গী থানায় ছিনতাইয়ের কোন মামলা হয়নি।
×